বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক।

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), কুমিল্লা সেক্টর। 


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৭ মার্চ সোমবার আনুমানিক ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর উপজেলার বুধন্তী থেকে ২১৭১ পিস ভারতীয় শাড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লক্ষ ৬২০০০ টাকা। আটককৃত মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ