বিজয়নগরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাজারে এ দূর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে বাজারের ব্যবসায়ী নূপুর রায়ের দোকানে আগুন লাগলে আশেপাশের লোকজন ও এলাকাবাসীর চিৎকারে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা মাধবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগীতায় আগুন নেভায় । ততক্ষণে নূপুর রায়ের দোকানসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলেন নূপুর রায়, অজয় দেব, হাবিব মিয়া ও মহব্বত আলী। আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান।


এ ব্যাপারে বুধন্তী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জানান, আমরা ক্ষতিগ্রস্থদের দোকান পরিদর্শন করেছি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগীতা আমরা করব।

বিএনপি নেতৃবৃন্দ মোঃ আলী, কিসমত আলী, শেখ সজীব, ছাত্রদল নেতা নয়ন পরিদর্শন করে জানান, উপজেলা বিএনপি থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগীতা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ