ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানীর মালামাল আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), কুমিল্লা সেক্টর।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০মার্চ বৃহঃস্পতিবার রাত ১.৩০টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর উপজেলার আমতলী থেকে ৯৩৪০ পিস চশমা ও সানগ্লাস, ২১০৬পিস কসমেটিকস সামগ্রী, শাড়ী, ওড়না, থ্রী পিস, ম্যাক্সি ও ব্লাউজ ৮৫৩পিস, থান কাপড়-১৩৬০ মিটার, কম্পিউটার সামগ্রী-১৪২ পিস আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,২৯,৯৯,১৫০/- (এক কোটি ঊনত্রিশ লক্ষ নিরানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
0 মন্তব্যসমূহ