আলমগীর হোসেন-
মহান বিজয় দিবস দিনটি বাঙালি জাতি লাল-সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করে।স্বাধীন জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন।বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ হয়েছে।এ উপলক্ষে দিনের কর্মসূচি অনুযায়ী সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, তরী বাংলাদেশ, প্রেসক্লাব বিজয়নগরসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বস্তরের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার করে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল।পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিজয় দিবসের আলোচনা ও বীরমুক্তিযোদ্বাদের সংবর্ধনা প্রদান করে তাদেরকে নামাজের বিছানা উপহার দেওয়া হয়।
আলোচনা সভায় বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক,বিজয়নগর থানার অফিসার্স ইনচার্জ মো: রওশন আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দরিব উদ্দিন ভুইয়া,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডা: মাসুম প্রমুখ।এছাড়াও সভায় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ