৫৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

 


গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মনবাড়ীয়ার একটি আভিযানিক দল গত ১২ নভেম্বর আনুমানিক সকাল ৮:১৫ মিনিটে ব্রাহ্মনবাড়ীয়া জেলার সদর থানাধীন পৌর সভার ১১ নং ওয়ার্ডের শিমরাইলকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়  মোছাঃ রোজিনা বেগম, পিতা- মোঃ শফিকুল ইসলাম এবং  মোঃ আলাউদ্দিন, পিতা- মোঃ শফিকুল ইসলাম উভয় সাং- চর ইসলামপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।




পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ