র‍্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার।

 


 গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল অদ্য ১৯ ডিসেম্বর তারিখ আনুমানিক রাত দেড় টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা খাটিহাতা বিশ্ব রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ ১ জনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ব্যক্তি- কিশোরগঞ্জ জেলার মোঃ রহমত আলীর ছেলে মোঃ সুরুজ আলী(৩৮)।



এছাড়াও অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ১৯ ডিসেম্বর আনুমানিক ভোর সকাল ৬টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইয়ুমপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ সানু মিয়া(৬০)।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীকে   আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ