গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ১৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক সারে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি ও ২৭৬৫ পিস ইয়াবাসহ ১জন আঞ্চলিক চাঞ্চল্যকর অপরাধী ও একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী কসবা থানার ফিরোজ মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ