গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল এর একটি আভিযানিক দল ১৫ ডিসেম্বর বিকাল আনুমানিক সোয়া ৪টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার চাঞ্চল্যকর অপরাধী দীর্ঘদিনের পলাতক আসামী ও মানব পাচারকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মৃত পীর মাহমুদ আলীর ছেলে ওয়াসকরনী(৩৮)।
তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় মানব পাচার ও মাদকের একাধিক মামলা চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ