শামসুল ইসলাম লিটন- বিজয়নগরে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা বিজয়নগর উপজেলার বাগদিয়া গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে কাউছার আলম(৩৩), আলী আজ্জম মিয়ার ছেলে মো বাবু মিয়া(২২), হরষপুরের মৃত আবুল হোসেনের ছেলে আদুর হোসেন(৩০) ও পাচঁগাও গ্রামের আব্দুল আজিজের ছেলে কাউসার আলম(৩৩)। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, সরাসরি অভিযানে অংশগ্রহন করে তাদেরকে আটক করেছি এদের মধ্যে কাউছার(২৭) ও আদুর হোসেনের বিরুদ্ধে মাদকসহ একাধীক মামলা রয়েছে এবং তাদের বিরূদ্ধে আইনগত ব্যাবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ